Description
সন্তান প্রতিপালন, মাতা-পিতার দ্বায়িত্ব ও সন্তানের করণীয়।
===================================
সন্তান প্রতিপালনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ওপর পিতা-মাতা এবং সন্তান উভয়ের স্বার্থ নির্ভরশীল। বরং জাতি ও সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ এর ওপরই ন্যস্ত। এ কারণেই ইসলাম এর প্রতি গুরুত্ব প্রদান করেছে। অনুরূপভাবে তারবিয়াত প্রদানকারীগণও এর প্রতি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে তারবিয়াত প্রদানকারীগণের সরদার মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম, যাঁকে আল্লাহ তা‘আলা পিতা-মাতা ও সন্তান উভয়ের জন্য শিক্ষক ও পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন, যাতে তাদের জন্য দুনিয়া ও আখেরাতের কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়।
এ কারণেই আমরা কুরআনে করীমে (যাতে আমাদের উন্নতি, মঙ্গল ও সাফল্যের যাবতীয় বিধি-বিধান রয়েছে তাতে) দেখতে পাই যে, আল্লাহ তা‘আলা তারবিয়াত প্রদানকারী অনেক ঘটনা বর্ণনা করেছেন। যেমন, লোকমান হাকীমের ঘটনা; যেখানে তিনি তার ছেলেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী উপদেশ প্রদান করেছেন।
অনুরূপভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবন আব্বাস রাদ্বিয়াল্লাহু ‘আনহুমার অন্তরে বাল্যকাল থেকেই তাওহীদের শিকড় গেঁথে দিয়েছিলেন।
পাঠক এ পুস্তিকায় সন্তানের প্রতি মাতা-পিতার কর্তব্য এবং মাতা-পিতার প্রতি সন্তানের কর্তব্য সম্পর্কে বিশদভাবে অবহিত হতে পারবেন।
আল্লাহর নিকট আবেদন, তিনি যেন এই পুস্তিকাটি দ্বারা পাঠকদের উপকৃত করেন এবং একান্তভাবে তাঁর সম্মানিত চেহারা দেখার জন্য বানিয়ে দেন। আমীন!
— মুহাম্মাদ ইবন জামীল যাইনূ
মক্কা মুকাররামা, সৌদি আরব
❏ অর্ডারের জন্য বইটি সম্পর্কে কিছু তথ্য:
● বই: সন্তান প্রতিপালন, মাতা-পিতার দ্বায়িত্ব ও সন্তানের করণীয়।
● মূল: শাইখ মুহাম্মাদ ইবন জামীল যাইনূ (র.)।
● অনুবাদ: মাও. মিজানুর রহমান।
● সম্পাদনা: শায়খ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
● কভার: পেপারব্যাক।
● পৃষ্ঠা সংখ্যা: ১০৪ পৃষ্ঠা।
● পেপার: ৮০ গ্রাম ক্রিম অফ-হোয়াইট।
● মুদ্রিত মূল্য: ১৪৬ টাকা।
● প্রকাশনী: আলোকিত প্রকাশনী।